নতুন পেঁয়াজ আসলেই দাম কমে যাবে: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১১ ১৫:৫১:৪১


পেঁয়াজের দাম হঠাৎ করেই অনেক বৃদ্ধি পেয়েছে। এটি পাইকারি ও খুচরা পর্যায়ের সব ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে আসবে। নতুন পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে দাম কমে যাবে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভোটারদের ব্যাপক উপস্থিতিতেই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে। এ কারণেই বিদেশি অনেক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসলে স্বচ্ছ, সুন্দর নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সহায়ক হবে।

বিএনপির দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, এখনও যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে অবরোধ ডাকছে, তারাও বুঝতে পারছে যে; জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে যাচ্ছে।

শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুব শিগগিরই আসন সমঝোতা সম্পন্ন হবে জানান তিনি।

এম জি