চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় আজিজুর রহমান (৪২) নামের এক নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সন্ধান মেলেনি ওই নিরাপত্তা কর্মীর।
নিখোঁজ আজিজুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মতিউর রহমানের ছেলে বলে জানিয়েছে সদরঘাট নৌ থানা পুলিশ।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলীর ডকইয়ার্ড এলাকায় নোঙর অবস্থায় ওই জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জাহাজটিতে ১৩ জন কর্মী ছিলেন। এর মধ্যে ১২ জন পাশের জাহাজ ও নৌকার সাহায্যে তীরে আসতে সমর্থ হন। নিখোঁজ ছিলেন একজন।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নিখোঁজ ব্যক্তি ও জাহাজটি উদ্ধারে কোস্টগার্ডের উদ্ধার তৎপরতা শুরু হচ্ছে।
এম জি