বিশ্বের সেরা ধনীদের তালিকায় শাহরুখ
প্রকাশ: ২০১৬-০৭-১২ ১৮:২৪:৫৫

চলতি বছরের বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বস। সেই তালিকায় ৮৬তম স্থানে উঠে এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম। এবং অক্ষয় কুমারকে পাওয়া গেছে ৯৪ তম স্থানে।
সেখানে বলা হয়েছে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়ায় শাহরুখ খানের আয় ৩৩ মিলিয়ন মার্কিং ডলার এবং অক্ষয়ের ৩১.৫ মিলিয়ন ডলার।
এদিকে এই তালিকায় ১৭০ মিলিয়ন ইউএস ডলার আয় করায় শীর্ষে আছেন মার্কিং গায়ক টেইলর সুইফট। এছাড়া এক আইরিশ তারকা ১১০ মিলিয়ন আয় করে দ্বিতীয় স্থানে আছে।
একইসঙ্গে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদো আছেন ৪র্থ স্থানে, বাসকেট বল খেলোয়াড় লিবন্ড জেমস ১১তম এবং সংগীতশিল্পী ম্যাডোনা ১২তম। অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স ৫০তম হয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













