গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে ৯ জন নিহত

প্রকাশ: ২০১৬-০৭-১২ ১৮:৪৪:৪৫


Iraq-newsইরাকের রাজধানী বাগদাদে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। বাগদাদে উত্তরাঞ্চলের একটি বাজারের বাইরে মঙ্গলবার বোমাটি বিস্ফোরিত হয়।

আল-জাজিরার খবরে বলা হয়, রাশিদা শহরে বাজারের ফল ও শাক-সবজির দোকানের পাশেই পার্ক করে রাখা একটি গাড়ির মধ্যে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে ঈদের বাজার করার সময় কারাদায় এক বোমা বিস্ফোরণে বাগদাদে ৩ শতাধিক মানুষ নিহত হয়। এরপর থেকেই সেখানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন বাহিনী দখলের পর ১৩ বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। ইরাকের বেশ কিছু অঞ্চল দখল করে রাখা আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছিল।

কারাদার বোমা হামলার বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার দেশটির সংসদে এক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর ঠিক এই দিনই এ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটল।

কারাদা হামলার ঘটনায় প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-ঘাব্বানের পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এ ছাড়াও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো