দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইতালিতে নিহত ১০
প্রকাশ: ২০১৬-০৭-১২ ১৯:০২:২৮

ইতালির দক্ষিণাঞ্চলে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। উপকূলীয় শহর বারি ও বারলেত্তার মধ্যবর্তী একটি স্থানে দুর্ঘটনার সময় দু’টি ট্রেন একই লাইনে চলে এসেছিল।
সংঘর্ষের ফলে দুই ট্রেনের কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনের স্পষ্ট আলোয় কীভাবে পরস্পর অভিমুখী দু’টি ট্রেন একই লাইনে চলে এল তা স্পষ্ট নয়।
ইতালির গণমাধ্যম জানিয়েছে, দু’টি ট্রেনের একটি আন্দ্রিয়া শহর থেকে এবং অপরটি কোরাতো শহর থেকে ছেড়ে এসেছিল। দু’টি ট্রেনেই চারটি করে বগি ছিল এবং ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে বিশাল এলাকা জুড়ে দুমড়ে মুচড়ে যাওয়া বগি ছড়িয়ে পড়েছে।
এ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার মিলান সফর সংক্ষিপ্ত করে রাজধানী রোমে ফিরে গেছেন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













