চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সুতা তৈরির কারখানা করবে বহুজাতিক কোম্পানি আমান বাংলাদেশ লিমিটেড। প্রায় ১০ একর জায়গায় স্থাপিত এ কারখানায় কর্মসংস্থান হবে ৬০০ জনের। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে একটি জমি বরাদ্দের চুক্তি করেছে জার্মান এই কোম্পানি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। বেজার পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান ও আমান বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান চুক্তিতে সই করেন। এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও আমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর জায়গায় কারখানা স্থাপন করবে আমান বাংলাদেশ। কারখানা স্থাপনে কোম্পানিটি ২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার বা ২৮৬ কোটি ৪১ লাখ টাকা বিনিয়োগ করবে (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে)। প্রতিষ্ঠানটি সুইং থ্রেড, এমব্রয়ডারি থ্রেডস ও স্মার্ট ইয়ার্নস তৈরি করবে।
অনুষ্ঠানে আমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. রোকনুজ্জামান জানান, তাঁদের প্রতিষ্ঠান দক্ষ লোকবল, গবেষণা ও মানোন্নয়নের মাধ্যমে অত্যাধুনিক পণ্য উৎপাদন করছে। বঙ্গবন্ধু শিল্পনগরেও একই ধরনের শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁদের। এখানে উৎপাদিত অধিকাংশ পণ্য (সুতা) রপ্তানি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। এতে এই শিল্পের আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বরাদ্দকৃত জমি হস্তান্তরের পরবর্তী ১৮ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, অর্থনৈতিক অঞ্চলে নতুন বিনিয়োগ বৃদ্ধি ও পণ্যের বৈচিত্র্যের জন্য বেজা কাজ করে যাচ্ছে।
বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহুজাতিক কোম্পানি আমান বাংলাদেশ ১৩ বছর ধরে তৈরি পোশাকশিল্পে সুইং থ্রেড, এমব্রয়ডারি থ্রেড ও ইয়ার্ন খাতে অবদান রাখছে। দীর্ঘ ১৭০ বছর ধরে কোম্পানিটি ইউরোপ, যুক্তরাষ্ট্র, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য বিপণন করে আসছে।
বেজা জানিয়েছে, প্রায় ৩৩ হাজার একর জায়গায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এখন পর্যন্ত দেশি-বিদেশি প্রায় ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান সেখানে উৎপাদন শুরু করেছে। আরও ২১টি শিল্পপ্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে। শিল্পনগরে প্রায় ৮ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে বেজা।
এএ