শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
টাইটানিক জাহাজ ডুবেছিল যে বরফখণ্ডের ধাক্কায়
প্রকাশিত - অক্টোবর ২১, ২০১৫ ৬:৫৫ পিএম
বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে গত শতাব্দীতে টাইটানিক জাহাজটি ডুবেছিল। তবে জাহাজটি যে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছিল বলে ধারণা করা হয়, তার ছবি সম্প্রতি যুক্তরাজ্যের একটি নিলামে উঠছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
টাইটানিক ডুবানো এ বরফখণ্ডের ছবি এবং কিছু সংযুক্ত তথ্য নিলামে ওঠানো হচ্ছে। এগুলো নিলামে ওঠাচ্ছেন হেনরি অলরিজ অ্যান্ড সন। ছবিটি নিলামে ১৫ হাজার ডলারে বিক্রি হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
ঐতিহাসিক ছবিটি ক্যামেরাবন্দী করেন প্রিন্স অ্যালবার্ট জাহাজের চিফ স্টুয়ার্ড ১৫ এপ্রিল ১৯১২ সালে। তার এক দিন আগেই, অর্থাৎ ১৪ এপ্রিল বরফখণ্ডটির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক। এতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
তৎকালীন বিশ্বের বৃহত্তম জাহাজ ছিল টাইটানিক। টাইটানিক ৩,৫৪৭ মানুষ বহন করতে পারত। এর রেসিপ্রোকেটিং ইঞ্জিন সে সময় নির্মিত বৃহত্তম ইঞ্জিন ছিল, যা ৪০ ফুট (১২ মি) উঁচু এবং জ্বালানি হিসেবে প্রতিদিন সিলিন্ডারে ৬১০ টন কয়লা ব্যবহৃত হত। টাইটানিক ডুবে যাওয়াকে ভিত্তি করে অসংখ্য প্রতিবেদন এবং সিনেমা তৈরি হয়েছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.