কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আনুমানিক ২৩ থেকে ২৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ানগর সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার গাজী মিজান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টুরিস্ট পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো টিশার্ট।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এছাড়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এম জি