মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে ফিউচার মার্কেটে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-১৪ ১২:৩৮:২০
বুধবার মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে ফিউচার মার্কেটে। নিম্নমুখী রফতানি ও বায়োডিজেলের চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দেয়াই এর মূল কারণ। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেল ও সয়াবিন তেলের দরপতনও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৩৮ রিঙ্গিত বা ১ দশমিক ৬৯ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৬৭২ রিঙ্গিতে (৭৮০ ডলার ৬১ সেন্ট)।
এ বিষয়ে দিল্লিভিত্তিক ভোজ্যতেলের ডিলাররা জানান, রফতানি চাহিদা কমে যাওয়ায় বাজারদর নিম্নমুখী হয়ে পড়েছে। ফলে ব্যবসায়ীরা উৎপাদন কমে যাওয়ার বিষয়টিতে অনেকটাই এড়িয়ে যাচ্ছেন।
মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ১-১০ ডিসেম্বর পর্যন্ত ৪ দশমিক ১ শতাংশ কমেছে। নভেম্বর শেষে পণ্যটির মজুদ সাত মাসের মধ্যে প্রথমবারের মতো কমেছে। উৎপাদনের চেয়ে রফতানি বেশি হওয়ায় মজুদে টান পড়েছে বলে জানায় মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম লক্ষণীয় মাত্রায় কমেছে। ব্রাজিলে বৈরী আবহাওয়ায় উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এটির বাজারদর নিম্নমুখী হয়ে পড়েছে। আর সয়াবিন তেলের মূল্যহ্রাসের প্রভাব পড়েছে পাম অয়েলের বাজারেও।
এনজে