সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৮৮৫ বারে ৩৯ লাখ ৫৮ হাজার ৯৭৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩৭৩ বারে ৬ লাখ ৭৫ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ২৪৬ বারে ১ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইউনিয়ন ক্যাপিটালের ৭.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৭.৫৮ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ৭.২৬ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৬.৭৪ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৬.১৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ৫.১৪ শতাংশ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের দর ৪.৬৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস