অবশেষে দিল্লি গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে অস্ত্রোপচারের করাবেন মেজর হাফিজ।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্ত্রী দিলারা আহমেদসহ দিল্লি যাওয়ার কথা ছিল মেজর হাফিজের। লাগেজ বিমানে উঠলেও বিমানবন্দর ইমিগ্রেশন তাকে যেতে দেয়নি। কিন্তু তার স্ত্রী দিল্লি যেতে পেরেছিলেন। এই ঘটনায় বুধবার (১৩ ডিসেম্বর) হাইকোর্ট রিট করেন অ্যাডভোকেট রুহুল কদ্দুস কাজল।
এনজে