অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। বর্তমানে তারা বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর গমনের নিমিত্তে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবুল ইসলামকে পরিকল্পনা বিভাগে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. এনামুল কাদের খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ড. অনিমা রাণী নাথকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি