অর্থ আত্মসাতে জড়িত প্রতারক প্রতিষ্ঠান অনপেসিভ এমএলএম কোম্পানিতে বিনিয়োগ, লেনদেন ও লেনদেনে সহায়তা না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা করছে। এতে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে। যা কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে।
সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামের একটি এমএলএম প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। অনপেসিভ পঞ্জি স্কিমে ইতোমধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণামূলক অপরাধ।
তাই অনপেসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার করে অপরাধ থেকে বিরত থাকতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এএ