৫৫ লাখ টন কমেছে ভিয়েতনামের চাল রফতানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-১৫ ০৯:৩৪:৩৮


অক্টোবরের চেয়ে নভেম্বরে ভিয়েতনামের চাল রফতানি কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। দেশটিতে গত মাসে খাদ্যপণ্যটির রফতানি নেমেছে ৬ লাখ ৪৮১ টনে। চলতি সপ্তাহে ভিয়েতনামের কাস্টমস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে কাস্টমস ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটি থেকে গত মাসে কমলেও চলতি বছরের প্রথম ১১ মাসে ২০২২ সালের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম আন্তর্জাতিক বাজারে ৭৬ লাখ টন চাল বিক্রি করেছে। এ থেকে ৪৪১ কোটি ডলারের বেশি অর্থ আয় করেছে দেশটি।

এদিকে ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ট্রান থান ন্যাম বলেছেন, ‘এ বছর আমরা রেকর্ড চাল উৎপাদন ও রফতানির পথে রয়েছি।’ বছর শেষে চাল রফতানি থেকে আয় ৫০০ কোটি ডলারে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এ-সংক্রান্ত এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম ভিয়েতনাম প্লাস জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে ৭১ লাখ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, প্রতি হেক্টর জমিতে ৬ দশমিক শূন্য ৭ টন ধান উৎপাদন হবে। আর মোট উৎপাদন দাঁড়াবে ৪ কোটি ৩১ লাখ টনে, যা গত বছরের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি।

এনজে