মুন্সীগঞ্জের শ্রীনগরে কেয়রচিরা এলাকায় ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস শেখ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে মৃত রফিক শেখ এর ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে ট্রেনের লাইন ধরে আক্কাস শেখ হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা ঢাকা টু খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীনগর অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কেয়রচিরা এলাকায় ট্রেনে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।কি কারণে এ দুর্ঘটনাটি ঘটছে তা দেখা হচ্ছে।
এনজে