বয়স বাড়লে পুরুষের হৃৎপিণ্ড বাড়ে, নারীর কমে!
প্রকাশ: ২০১৫-১০-২১ ১৯:০০:৩১
মানুষের দেহের বেশ কিছু অদ্ভুত বিষয় বিভিন্ন গবেষণায় জানা যাচ্ছে। সম্প্রতি জানা গেছে, বয়সের সঙ্গে সঙ্গে পুরুষ ও নারীর হৃৎপিণ্ড একরকম আচরণ করে না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পিটিআই। বয়স বাড়লে পুরুষের হৃৎপিণ্ড বড় হতে থাকে এবং নারীর হৃৎপিণ্ড ছোট হতে থাকে বলে জানা গেছে গবেষণায়। জন্স হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
বয়স বাড়ার সঙ্গে হৃৎপিণ্ডের নানা সমস্যা নির্ণয় করতে গিয়ে গবেষকরা হৃৎপিণ্ড বড় ও ছোট হওয়ার বিষয়টি জানতে পারেন। তারা জানান বয়সের সঙ্গে সঙ্গে পুরুষ ও নারীর হৃৎপিণ্ড একরকম আচরণ করে না।
এ গবেষণায় তিন হাজার প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়। এতে তাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের আকার লিপিবদ্ধ করা হয়। এ কাজে তারা ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিংসহ নানা সংবেদনশীল পদ্ধতি ব্যবহার করেন।
এ গবেষণায় তিন হাজার প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়। এতে তাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের আকার লিপিবদ্ধ করা হয়। এ কাজে তারা ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিংসহ নানা সংবেদনশীল পদ্ধতি ব্যবহার করেন।
ঠিক কি কারণে হৃৎপিণ্ড বড় বা ছোট হয় সে বিষয়ে গবেষকরা এখনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। গবেষকরা জানাচ্ছেন, হৃৎপিণ্ডের এ তথ্য পুরুষ ও নারীর বয়স বাড়ার সঙ্গে হৃদরোগের ধরন ও তা প্রতিকার করার কাজে লাগবে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে রেডিওলজি জার্নালে।