আন্তর্জাতিক বাজারে চিনির আরও দরপতন
অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১৬ ১৮:৫৮:২২

আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমছেই। শুক্রবার (১৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর আরেক দফা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আইসিই’তে আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২২ দশমিক ০২ সেন্টে।
আগের কর্মদিবসে তা বিগত সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। পাউন্ডিপ্রতি দাম নিষ্পত্তি হয়েছিল ২১ দশমিক ১৬ সেন্টে।
একই দিনে আগামী মার্চের সাদা চিনির দর কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম দাঁড়িয়েছে ৬২৭ ডলার ৬০ সেন্টে।
একটি শিল্প সংস্থা জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিনি উৎপাদক ভারত। ২০২৩/২৪ বিপণন বর্ষে দেশটিতে ৩২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন চিনি উৎপাদন হতে পারে। গত ১ অক্টোবর যা শুরু হয়েছে।
গত সপ্তাহে ইথানল নীতিতে পরিবর্তন এনেছে ভারত। জ্বালানি পণ্যটি কম উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। স্বাভাবিকভাবেই সেখানে চিনি তৈরির পরিমাণ বৃদ্ধি পাবে।
এছাড়া বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে প্রত্যাশার চেয়ে বেশি চিনি উৎপাদন হবে। তাতে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। ফলে ভোগ্যপণ্যটির দরপতন ঘটছেই।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













