এখনই যেতে পারছে না মুস্তাফিজ

প্রকাশ: ২০১৬-০৭-১৩ ২১:৩৫:৩৭


Mustafizur-Rahman20160421153817ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে ১৩ জুলাই ইংল্যান্ডে রওনা হওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। আজ (বুধবার) যে তার যাওয়া হচ্ছে না তা জানা গিয়েছিল আগের দিনই।

ভিসাগত জটিলতায় নির্ধারিত সময়ে পৌছতে পারছেন না দেশসেরা এই কাটার মাস্টার। লম্বা ঈদের ছুটির কারণেই এমন দেরি হচ্ছে তার। ফলে আগামীদিন বৃহস্পতিবারও ইংল্যান্ডে পৌছতে পারবেন না মুস্তাফিজ।

বৃহস্পতিবারই ভিসা হতে পারে। তবে ভিসা হলেও তার পক্ষে আগামীকাল লন্ডন যাত্রা সম্ভব নয়। কারণ বাংলাদেশ বিমানের বৃহস্পতিবার ঢাকা-লন্ডন ফ্লাইট নেই। আর তাই শুক্রবারের আগে লন্ডন যাত্রার সম্ভাবনা নেই  মুস্তাফিজের।

জানা গেছে, সরাসরি ফ্লাইট নেই বলে বাংলাদেশ বিমানেই যাবেন। এর ফলে ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে অভিষেক হচ্ছেন না তার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোড়ন সৃষ্টি করছেন মুস্তাফিজ। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিষাক্ত অফ কাটারের জাদু দেখিয়ে গোটা ক্রিকেট বিশ্বকেই মুগ্ধ করেছেন।

বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে মুস্তাফিজর ভক্তের সংখ্যা। আইপিএলে সেরা উদিয়মান খেলোয়াড় হওয়ার পর তিনি এখন আরও বেশি আলোচিত। এবার সাসেক্সের জার্সি গায়ে তার জাদু দেখার অপেক্ষায় রয়েছে ফিজ ভক্তরা।

সানবিডি/ঢাকা/আহো