নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আ. রশিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রশিদ ওই এলাকার দিনমজুর সাবিরুল ও মালেকা খাতুন দম্পতির ছেলে।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিল। সকলের অজান্তে কোন এক সময় শিশু রশিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যরা।
পরে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এম জি