সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২০১ বারে ৬ লাখ ৬৮ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮৩ বারে ১০ লাখ ৮৩ হাজার ৯৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামীকের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। ফান্ডটি ৬৭৭ বারে ১৬ লাখ ০৯ হাজার ৩৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অলটেক্সের ৬.৪২ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৫.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ৫.৩৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫.২১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.১১ শতাংশ, এফএএস ফাইনান্সের ৫.০৮ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস