সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ২৬ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি পাওয়ার গ্রীডের ২ কোটি ৭৫ লাখ ১০ হাজার, দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ২ কোটি ৬৮ লাখ ২৫ হাজার এবং তৃতীয় স্থানে একমি পেস্টিসাইডসের ১ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ই-জেনারেশনের ১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৩২ লাখ ৪৪ হাজার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ১২ লাখ ৪৬ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ১ লাখ ৪৪ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯৯ লাখ ১ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৮১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস