চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রফতানিতে চীনকে টপকে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ।
সোমবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)।
এতে বলা হয়, ৯ মাসে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক আমদানি করেছে। তালিকায় এরপরেই রয়েছে চীন। জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানিতে ডলারের মূল্য এবং ওজন (কিলোগ্রাম) উভয় ক্ষেত্রেই অন্য যেকোনো দেশের শেয়ারকে ছাড়িয়ে গেছে।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউর নিটওয়্যার আমদানির পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার। আর চীন থেকে আমদানি হয়েছে ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে ওজনের দিক থেকে ইইউ বাংলাদেশ থেকে পোশাক আমদানি করেছে ৫৭১ মিলিয়ন কেজিএস। আর চীন থেকে আমদানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজিএস।
বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কয়েক বছর ধরে শক্তিশালী হওয়ার কারণে ২০২৩ সালে বাজারটিতে নিটওয়্যার সেক্টরের জন্য একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক স্থাপন হয়েছে।
এএ