তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনা সুপরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ট্রেনে আগুন দিয়ে চারজনের প্রাণপ্রদীপ নিভিয়ে দিয়েছে তারা নি:সন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ছাড়া এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে কুটচাল কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
নাশকতাকারিরা মানবসভ্যতার শত্রু উল্লেখ করে রিজভী বলেন, এরা মানবজাতিকে অস্তিত্বহীন করতে চায়। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। বর্বরোচিত ও হৃদয়বিদারক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। এ সময় তিনি আগুনের ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
বিবৃতিতে আগুনে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এই নেতা। একইসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন।
এম জি