মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আজ মঙ্গলবার বিজয় শোভাযাত্রা করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে।
সরেজমিনে দেখা যায়, বিজয় শোভাযাত্রায় খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। তাদের কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে নিজ নিজ শাখার কিংবা নেতার ব্যানার।
এরই মধ্যে নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
এম জি