বিফলে সৌম্যের সেঞ্চুরি, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২০ ১৪:২১:০৮

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও উইল ইয়াং মিলে ঝড়ো শুরু এনে দিয়েছেন দলকে। শেষ পর্যন্ত জয়টাও তুলে নিয়েছে তারা। নেলসনের স্যাক্সটন ওভালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
এদিকে প্রথম ম্যাচে শূণ্য রানে ফিরলেও দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের একটি অসাধারণ এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। তবে তার সেই ইনিংস বৃথা করে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।
টস হেরে ব্যাট করতে নেমে সৌম্যের সেঞ্চুরিতে ৪৯ ওভার ৫ বলে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।
এই দিন সৌম্য ও মুশফিকুর রহিম ছাড়া আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি। সৌম্য ১৫১ বলে ১৬৯ ও মুশফিক ৫৭ বলে ৪৫ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ড্যাফি ও উইলিয়াম নেন ৩টি করে উইকেট।
২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই কিউই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। উদ্বোধনী জুটিতে ৭৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে ৩৩ বলে ৪৫ রান করে আউট হন রাচিন।
এরপর ক্রিজে আসা হেনরি নিকোলাসকে সঙ্গে নিয়ে ১২৮ রানের জুটি গড়ে জয়ের ভীত গড়ে দেন ইয়োং। তবে দলীয় ২০৪ রানে ৯৪ বলে ৮৯ রান করে আউট হন তিনি।
ইয়োংয়ের বিদায়ের পর ক্রিজে আসেন টম লাথাম। নিকোলাসকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখে লাথাম। ৯৯ বলে ৯৫ রান করে নিকোলাস আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লাথাম।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












