সৌদিতে মসজিদের মধ্যে নাচ-গান
প্রকাশ: ২০১৬-০৭-১৪ ২০:৪৪:৪২

সৌদি আরবের জেদ্দার ওমর বাসাবিরিন মসজিদে নাচ ও গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইমাম ও মুয়াজ্জিনকে তলব করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মসজিদের ভেতরে বেশ কিছু মানুষ নাচ-গান করছে।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বলছে, মসজিদে অবৈধ কর্মকাণ্ডের দায়ে ইমাম ও মুয়াজ্জিনকে তলব করা হয়েছে।
জ্যেষ্ঠ বুদ্ধিজীবী কাউন্সিলের সদস্য শেখ আলী আল হাকামি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আয়োজক ও অংশগ্রহণকারী দায়ীদের গ্রেফতার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, মসজিদ প্রার্থনার স্থান, নাচ-গানের কক্ষ নয়।
শেখ আলী আল হাকামি আরো বলেন, মসজিদের ভেতরে যা ঘটেছে, তা একটি পবিত্র আধ্যাত্মিক জায়গার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শিশুসহ একদল মানুষ মসজিদের ভেতরে নাচ ও গান করছে।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়ে টুইটারে প্রচারণা চালাচ্ছে দেশটির নাগরিকরা। মন্ত্রণালয়ের আইনি পরামর্শক কমিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে তদন্ত করবে বলে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













