পুঁজিবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের এক উদ্যোক্তার শেয়ার তার উত্তরাধিকারের মাঝে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের উদ্যোক্তা পরিচালক রবিউল হক চলতি বছরের ১৫ জানুয়ারি মারা যান। ফলে এই পরিচালকের হাতে থাকা কোম্পানিটির ১ লাখ ৪৭ হাজার ৭০৮টি শেয়ার তার দুই পুত্র ইফতেখারুল হক এবং আসিফ ওয়াকিফুল হকের মাঝে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত।
ইফতেখারুল হক উত্তরাধিকার সূত্রে তার বাবার ৭৩ হাজার ৮৫৪টি শেয়ার এবং আসিফ ওয়াকিফুল একই কারণে মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের ৭৩ হাজার ৮৫৪টি শেয়ারপ্রাপ্ত হবেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস