মোবাইল সেবা উন্নয়নে বিটিআরসি ও ফিনল্যান্ডের চুক্তি স্বাক্ষরিত

প্রকাশ: ২০১৬-০৭-১৪ ২১:৩৭:৪৭


BTRC-NEWSদেশের মোবাইল ফোন সেবার মান উন্নয়নে বিভিন্ন যন্ত্রপাতি ও পরিষেবা কিনতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ফিনল্যান্ডের অনিটি ফিনল্যান্ড লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার বিটিআরসির প্রধান সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

দুপক্ষের হয়ে এ চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ইঞ্জিনিয়ার অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ ও অনিটি ফিনল্যান্ড লিমিটেডের সার্ক অঞ্চলের বিক্রয় এবং ব্যবসা বিভাগের পরিচালক মি. সিদ্ধার্থ দাস।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অনিটি ফিনল্যান্ড লিমিটেড ফিনল্যান্ডের টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কোয়ালিটি মনিটরিং যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান।

সানবিডি/ঢাকা/আহো