২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ । বাংলাদেশের একমাত্র জীবনবীমা প্রতিষ্ঠান হিসেবে এ নিয়ে ১৩ বার এই স্বীকৃতি পেলো মেটলাইফ।
২০২২-২৩ করবর্ষে জাতীয় কোষাগারে কর হিসেবে ২২২ কোটি টাকারও বেশি জমা দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এ সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এই পুরস্কার গ্রহণ করেন।
দেশে ১০ লাখেরও বেশি গ্রাহক ও ৯শ’টিরও বেশি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের জীবনবীমা সেবা প্রদান করছে মেটলাইফ বাংলাদেশ।
এএ