আজ শুরু ক্রিকেট উৎসব
আপডেট: ২০১৬-০৭-১৫ ১২:০১:৩০

ক্রিকেটকে আরো জনপ্রিয় করা ও নতুন প্রজন্মকে ক্রিকেটে সক্রিয় অংশগ্রহণে আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহায়তায় অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসবের আয়োজন করছে তারা। আজ শুক্রবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এই উৎসব।
এই ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হবে দুই ধাপে। ৭০টি ভেন্যুতে প্রতিদিন ৭টি করে ম্যাচ মাঠে গড়াবে। এখানে অংশ নেবে অনূর্ধ্ব-১২ বছর বয়সী স্কুলের ছেলেমেয়েরা। ৩০ গজের মাঠে ১২ ওভারের ম্যাচ হবে।
প্রথম ধাপে থাকছে প্রতিভা অন্বেষণ। পাশাপাশি উৎসবের আমেজে ক্রিকেট খেলবে তারা। শুক্রবার প্রথম দিনে ৩৩ জেলা ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই উৎসব। আগামী সোমবার ও মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটনের ৫টি ভেন্যুতে উৎসব হবে। এরপর ২২ জুলাই আবার জেলা পর্যায়ের ৩২টি ভেন্যুতে এটা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ভেন্যু থেকে বাছাই করা ১২ থেকে ১৫ জনকে নিয়ে আগামী আগস্টে হবে দ্বিতীয় ধাপ। সেখানে থাকবে ক্রিকেটের মৌলিক বিষয়গুলো শেখানো। ৭ দিন ধরে চলবে দ্বিতীয় ধাপ। ইতোমধ্যে ভেন্যুগুলোতে ক্রিকেট সরঞ্জাম পাঠিয়েছে বিসিবি।
উল্লেখ্য, এটি প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট নয়। এই উৎসবের মূল উদ্দেশ্য শিশু-কিশোর, অভিভাবক ও স্কুলগুলোকে ক্রিকেটে আগ্রহী করা। এ ছাড়া ছেলেমেয়েদের খেলাটা উপভোগ করার সুযোগ দেওয়া, তাদের ক্রিকেটে মৌলিক স্কিলগুলোর সঙ্গে পরিচয় করানোও অন্যতম উদ্দেশ্য।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












