ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৩০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে ৩৫ দশমিক ৯৬ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৪৫ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৮০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটের দর বেড়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৩১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– কোহিনুর কেমিক্যালসের ১৬.৪৬ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ১৫.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.৪৯ শতাংশ, কে এন্ড কিউয়ের ১১.৭১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১০.৮৩ শতাংশ, ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১০.১০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপির ৯.৬৩ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস