কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কয়েক মাস আগেই দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপি সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেসের সরকার।
সেই কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ঘোষণা দিয়েছেন যে কর্ণাটকে আর হিজাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।
কান্নাড়া ভাষায় একটি টুইটে কর্ণাটকের মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি নির্দেশ দিয়েছি (অফিসারদের), যাতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।'
টুইটে বিজেপির সমালোচনাও করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, 'এই দলটা (বিজেপি) পোশাক, কাপড়, জাতির ভিত্তিতে মানুষ ও সমাজকে ভাগ করাচ্ছে'।
উল্লেখ্য, ২০২২ সালে কর্ণাটকের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই সময় কর্ণাটকের ক্ষমতায় ছিল বিজেপির সরকার।
এরপর কর্ণাটকে ভোটের লড়াইয়ের পর ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হন ডি শিবকুমার।
সিদ্দারামাইয়া সদ্য একটি অনুষ্ঠানে বলেন, 'আমরা সিদ্ধান্ত বদলাব। আর কোনো হিজাব নিষেধাজ্ঞা থাকবে না। নারীরা হিজাব পরেই বের হতে পারেন। আমি নির্দেশ দিয়েছি অফিশিয়ালদের, যাতে ওই নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়।'
সিদ্দারামাইয়া সদ্য বলেছেন, 'পোশাক পরা আর খাবার খাওয়া আমাদের পছন্দ, আমি আপত্তি করব কেন? তোমার যা খুশি পরো, যা খুশি খাও, আমি কেন পাত্তা দেব? ভোট পাওয়ার জন্য রাজনীতি করা উচিত নয়, আমরা তা করি না।'
প্রসঙ্গত, কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। ঘটনার সূত্রপাত কর্ণাটকের উড়ুপির প্রি-ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাস থেকে। সেখানে মুসলিম নারীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই থেকে বিতর্কের শুরু।
পরে কর্ণাটক সরকারও ফেব্রুয়ারি মাসে এই হিজাবের ওপর নিষেধাজ্ঞাকে জারি করে। ওই সময় কর্ণাটকে বিজেপি সরকারের সেই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক দানা বাঁধে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এএ