‘বুকডন’ দিয়ে কী বলতে চাইলেন মিসবাহ? (ভিডিও)

প্রকাশ: ২০১৬-০৭-১৫ ১৫:১৪:১৬


Mesbahসেঞ্চুরির পর মিসবাহর ‘বুকডন’ দেখে পাকিস্তানের বর্ষীয়ান এক ক্রীড়া লেখক টুইট করেন, ‘কাকে দেখালে মিসবাহ?’ মিসবাহ অবশ্য এখনো উত্তর দেননি। তবে হাবভাব দেখে মনে হয়েছে, কিছু একটা বার্তা দিতে চেয়েছেন সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করা এই অধিনায়ক।

মিসবাহ গতকাল যখন ক্রিজে আসেন, তখন রীতিমতো ধুঁকছে পাকিস্তান। ৭৭ রানে ৩ উইকেট নেই। এই অবস্থায় দলকে টেনে তোলেন অধিনায়ক। প্রথম ১৯ বলে রান করেন মাত্র দুই। বেশ কিছুক্ষণ সঙ্গে ছিলেন আরেক ‘বুড়ো’ ইউনিস খান। ব্রডের বলে আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তখন তার ব্যক্তিগত রান ৩৩। পাকিস্তান ১৩৪/৪। এরপর আসাদ শফিককে নিয়ে মিসবাহ’র যাত্রা। দুইবার জীবন পেলেও ক্লাসিক ব্যাটসম্যানের যে সুনাম তার আছে তা দেখালেন আরেকবার। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১১০ রানে।

মিসবাহ গতকাল ৪২ বছর ৪৭ দিনের মাথায় সেঞ্চুরি করেন। এর আগে বেশি বয়সে কোনো অধিনায়ক হিসেবে সেঞ্চুরির নজির ছিল বব সিম্পসনের। ১৯৭৭-৭৮ মৌসুমে ৪১ বছর ৩৫৯ দিনে সেঞ্চুরি করেছিলেন তিনি।

পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, মিসবাহ-উল-হক সেঞ্চুরি করে ওই বুকডনের মাধ্যমে সমালোচকদের একটা বার্তা দিয়েছেন, ‘বয়স হলেও সক্ষমতা কমেনি।’

শুধু বুকডনই নয়, পাকিস্তান অধিনায়ক সেঞ্চুরি করে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে স্যালুট দেন। এসময় তার সতীর্থদের হাসতে দেখা যায়। স্যালুট শেষ করেই গ্লাভস খুলে খেয়ালি তরুণের মতো বুকডনে মাতেন ‘বুড়ো’ মিসবাহ।

মেসবাহর বুকডন দেখুন