বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও বায়ু দূষণের দ্বিতীয় অবস্থানে ঢাকা।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৫৯ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ৪১৭ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৫১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২৩০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৮০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ঘানার আক্রা।
এম জি