‘দেশের অর্থনীতি ভালো আছে, বিশ্বব্যাংকের রিপোর্ট তার প্রমাণ’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৪ ১৫:২৭:৪২


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, নির্বাচন ঘিরে নাশকতামূলক কাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ, বিশ্ব ব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।

মন্ত্রী বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনও সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে; কোথাও কোনও কাজ আটকে নেই।

এম জি