রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল।
এম জি