ভিডিও কনফারেন্সে যা বললেন জাকির নায়েক (ভিডিও)
আপডেট: ২০১৬-০৭-১৫ ১৮:১৪:৫৭

নিজেকে শান্তির বার্তাবাহক দাবি করে ঢাকা হামলার জঙ্গিদের কোনও প্রকার উৎসাহ দেননি বলে দাবি করেছেন ডা. জাকির নায়েক। খবর জি নিউজের।
শুক্রবার সকালে সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সে মুম্বাইয়ের মাজাগান গার্ডেন এলাকার বাঙ্কুয়েট হলে উপস্থিত সাংবাদিকদের সামনে হাজির হয়ে এ দাবি জানান জাকির নায়েক।
সাংবাদিকদের সঙ্গে স্কাইপ কথোপকথনে জাকির নায়েক বলেন, ‘আমি ২৫ বছর ধরে জনগণের সামনে বক্তৃতা দিচ্ছি। কিন্তু কখনো সন্ত্রাসবাদে মদদ দেইনি।’
তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিতর্কের সৃষ্টি করা হয়েছে।
এসময় সাংবাদিকরা গুলশানে হামলাকারীদের সঙ্গে কখনো দেখা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জ্ঞাতসারে কখনোই কোনও জঙ্গির সঙ্গে দেখা করিনি। তবে যদি কোনও লোক আমার পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমি কেবল হাসি উপহার দেই। আমি জানি না তারা কে। আমি প্রতি মাসে হাজারো লোকের সঙ্গে এভাবে দেখা করি।’
তিনি হামলার ঘটনায় বলেন, ‘ আত্মঘাতী হামলায় যেখানে নিরপরাধ লোককে হত্যা করা হয়, তা ইসলাম কখনোই সমর্থন করে না। ’
মিডিয়া ট্রায়ালে তাকে দোষী বানানোর চেষ্টা করা হয়েছে দাবি করে জাকির নায়েক বলেন, ‘আমি একটি পেনড্রাইভ দিব, এতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগের জবাব দেয়া হয়েছে। বিতর্কিত মানসিকতা পরিত্যাগ করে এটি দেখুন, আমাকে আপনারা নির্দোষ হিসেবেই দেখতে পাবেন।’
গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে, জঙ্গিরা ডা. জাকির নায়েকের বক্তব্য শুনে প্রভাবিত হয়েছে।
অভিযোগ উঠে জঙ্গিরা নিয়মিত জাকির নায়েকের বক্তব্য শুনতো। এর জের ধরে গত সপ্তাহে বাংলাদেশ ও ভারতে জাকির নায়েকের টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
এমনকি ভারত ফিরে আসলে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
গত সপ্তাহে তার ভারত ফেরার কথা থাকলেও এ প্রেক্ষাপটে সেই সফর বাতিল করেন তিনি।
পরে দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, ডা. জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













