রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলামকে অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে পরবর্তী এক বছর মেয়াদে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি