নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর) গভীররাতে বাসটিতে আগুন দেয় তারা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৫ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল তথ্যটি নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, তারা রাত ২টা ৩ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, রোববার দুপুরে রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এম জি