ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে চলে যাচ্ছে আরো একটি বছর। বছরজুড়ে পুঁজিবাজারে ছিল বেশ অস্থিরতা। সূচকের উত্থান-পতনের সঙ্গে সঙ্গে বাজারে লেনদেন তলানিতে নেমেছে। বাজার পরিস্থিতি এখনও পুরোপুরি ইতিবাচক ধারায় ঘুরে দাঁড়াতে পারেনি। বাজারে ঘন ঘন উত্থান পতনের কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে বিনিয়োগকারীরা। ফলে, পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই কমেছে।
চলতি বছরজুড়ে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারীর সংখ্যা কমেছে ৯১ হাজার ২০৬টি। ২০২২ সালে ছিল বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৮ লাখ ৪৫ হাজার ১২৯টি। যা চলতি বছরের ২৪ ডিসেম্বর এসে দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ৩২৯টি। কমেছে ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৮ লাখ ৪৫ হাজার ৩২৯টি। ২৪ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ১২৩টি। অর্থাৎ বছরের ব্যবধানে বিও হিসাবের সংখ্যা কমেছে ৯১ হাজার ২০৬টি বা প্রায় ৫ শতাংশ।
এদিকে চলতি বছরের শুরু থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিও হিসাব খোলার পরিমাণ ৮.৭১ শতাংশ কমেছে। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ৪.৬৭ শতাংশ, নারী বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ৫.৭৬ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি মাসে পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৩ লাখ ৯০ হাজার ২২২টি। যা ২১ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৫ হাজার ২৭৪টি। অর্থাৎ পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা কমেছে ৬৪ হাজার ৯৪৮টি বা ৪ দশমিক ৬৭ শতাংশ।
১ জানুয়ারি নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা ছিল ৪ লাখ ৫৫ হাজার ১০৭টি। যা ২৪ ডিসেম্বর পর্যন্ত নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৮৪৯টি। অর্থাৎ নারী বিনিয়োগকারীদের বিও হিসাবে সংখ্যা কমেছে ২৬ হাজার ২৭৪টি বা ৫ দশমিক ৭৬ শতাংশ।
চলতি বছরের জানুয়ারিতে একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৮৩ হাজার ৭২৬টি। আর ২১ ডিসেম্বর পর্যন্ত একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪১ হাজার ৪০৬টি। সে হিসেবে একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে ৪২ হাজার ৩২০টি বা ৩.৩০ শতাংশ।
চলতি বছরের জানুয়ারিতে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ৫ লাখ ৬১ হাজার ৬০৩টি। আর ২৪ ডিসেম্বর পর্যন্ত যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১২ হাজার ৭১৭টি। সে হিসেবে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমেছে ৪৮ হাজার ৮৮৬টি বা ৮ দশমিক ৭০ শতাংশ।
জানুয়ারিতে স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ৮২ হাজার ৯৫টি। চলতি মাসের ২১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৮ হাজার ৬৯৭টি। অর্থাৎ স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা কমেছে ৮৩ হাজার ৩৯৮টি বা ৪ দশমিক ৬৮ শতাংশ।
চলতি বছরের শুরুতে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ৬৩ হাজার ২৩৪টি। যা ২১ ডিসেম্বর এসে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪২৬টি। বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা কমেছে ৭ হাজার ৮০৮টি বা ১২ দশমিক ৩৫ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস