দেহে এই ব্যাকটেরিয়া ঢুকলে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু নিশ্চিত! এমনই ভয়ঙ্কর এই ব্যাকটেরিয়া। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ব্যাকটেরিয়ার আক্রমণে মারা গেছেন প্রায় ৯০ হাজার মানুষ।
এক সমীক্ষার পর এমনটাই জানিয়েছেন গ্রিফিত বিশ্ববিদ্যালয় ও বন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
নাক দিয়ে ঢুকে এই ব্যাকটেরিয়া অকেজো করে দিচ্ছে মস্তিষ্ক ও শিরদাঁড়া। এরপর ২৪ ঘণ্টার মধ্যে সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ভয়ঙ্কর এই ব্যাকটেরিয়াটির নাম বারখোলডেরিয়া সিউডোমাল্লি।
সানবিডি/ঢাকা/আহো