দেশবাসীকে সাফল্যের কৃতিত্ব দিয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত ১৫ বছরে সরকার পরিচালনার পথপরিক্রমায় যদি ভুলত্রুটি হয়ে থাকে, তার দায়ভার আমি নিচ্ছি। সাফল্যের কৃতিত্ব আপনাদের, দেশের মানুষের, বাংলাদেশের জনগণের। আমি বাংলাদেশের জনগণকেই সেই কৃতিত্ব দিচ্ছি।
তিনি বলেন, মা-বাবা, ভাই-বোন সব হারিয়েছি। স্বজনহারা বেদনা নিয়ে পথে নেমেছি শুধু আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ ছিল, তিনি সেটা সম্পন্ন করে যেতে পারেননি, সেই কাজগুলো সম্পন্ন করাই আমার লক্ষ্য। আমি বাংলাদেশের জনগণের সেবক হিসেবে কাজ করবো। এর মাধ্যমেই আমার বাবার স্বপ্নগুলো পূরণ করবো।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের ইশতেহার ঘোষণা করার সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের ভুলত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কথা দিচ্ছি, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে দেশবাসী আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করবো।
আওয়ামী লীগ সফলভাবে দেশ পরিচালনা করছে উল্লেখ করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট ও অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ।
তিনি বলেন, শত বাধাবিপত্তি অতিক্রম করে আওয়ামী লীগ সফলভাবে দেশ পরিচালনা করে আসছে। ছোটখাটো অভিঘাত আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। করোনা মহামারিসহ নানা অভিঘাত মোকাবিলা করে সেই প্রমাণ আমরা রেখেছি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক ব্যবস্থায় ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার একটানা ১৫ বছর পূর্ণ হতে চলেছে। পাঁচ বছর মেয়াদি সংসদীয় সরকারব্যবস্থা স্থিতিশীল থাকায় আমরা বাংলাদেশের অভূপূর্ব উন্নতি সাধন করতে পেরেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।
এর আগে ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ শিরোনামে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার-২০২৪ ঘোষণা শুরু করেন শেখ হাসিনা।
এম জি