উপ-পরিচালক থেকে সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ ডিসেম্বর) দুদক সচিব মো মাহবুব হোসেন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মোহাম্মদ ইব্রাহিম, মো. তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এস এম এম আখতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার ও জালাল উদ্দিন আহমদ।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম ও মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মো. তালেবুর রহমান ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে, ময়মনসিংহের জেলা কার্যালয়ে মোহা. আবুল হোসেন, ঢাকা-১ এর জেলা কার্যালয়ে এস এম এম আখতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার গাজীপুরের জেলা কার্যালয়ে এবং জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয় কর্মরত আছেন।
এম জি