ডেমোক্রেটিক কনফারেন্সে কঙ্গো দাওয়াত পায়, আমরা পাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিকূল পরিস্থিতির মুখে লড়াই করে যাচ্ছি। ষড়যন্ত্র আর সন্ত্রাসের মধ্যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করছি। নির্বাচন আমাদের করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।
ষড়যন্ত্র আর সন্ত্রাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ লড়াই করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাড়া কেউ আর বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি। ঠুঁটো জগন্নাথ’ মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না।
আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, আমরা আগুন সন্ত্রাস বার বার দেখেছি। এসব সন্ত্রাস, ষড়যন্ত্র মোকাবিলা করেই আবারও আমরা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছে যাব। সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি।
‘আইআরআই জরিপ বলছে, ‘দেশের ৭০ শতাংশ শেখ হাসিনাকে সমর্থন করেন। আমরা ভয় পাবো কাকে? ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’, উল্লেখ করেন ওবায়দুল কাদের।
সারাদেশের কোটি কোটি মানুষ ৭ তারিখ ভোট দেবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এএ