বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ৪৭৬ বারে ৩৬ লাখ ৯৫ হাজার ৭৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৮১ বারে ২২ লাখ ৯৪ হাজার ৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এমপ্লয়েস প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ এর ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ । ফান্ডটি ৩৭৯ বারে ২১ লাখ ৮২ হাজার ৫৪৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৪১ শতাংশ, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯.৩৭ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংকের ৯.৩০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮.২৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.১৯ শতাংশ এবং রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬.৪৮ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস