ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৩৬ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর কমেছে ৩৬ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– স্ট্যান্ডার্ড সিরামিকের ১৩.০৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.৬০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১১.৯৪ শতাংশ, ক্যাপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১.১১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.৭৩ শতাংশ, বিচ হ্যাচারির ৯ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৮.৭০ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস