কান্দিল বেলুচের ভাই আটক

প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৬:১০:০২


beluchপাকিস্তানের বিতর্কিত মিডিয়া তারকা কান্দিল বেলুচকে হত্যার দায়ে তার ভাই ওয়াসিম বেলুচকে আটক করেছে পুলিশ। দেরা গাজী খান এলাকা থেকে ২৫ বছর বয়সী ওয়াসিম বেলুচকে শনিবার রাতে আটক করা হয়। খবর বিবিসির।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বেলুচ তার অপরাধ স্বীকার করে বলেছেন, পরিবারের সম্মান ক্ষুণ্ন করায় বোনকে খুন করেছেন তিনি।

কান্দিল বেলুচকে প্রথমে চেতনানাশক খাইয়ে পরে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জানিয়েছেন ওয়াসিম বেলুচ। পুলিশ জানিয়েছে, ফেসবুকে বেলুচের বিভিন্ন পোস্টের জন্য অনেকদিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন বেলুচের ভাই। এরপর নিজের হাতে বোনকে খুন করে পালিয়ে যান তিনি।

পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি, ভিডিও ও কমেন্ট পোস্ট করে আলোড়ন ও বিতর্কের ঝড় তোলেন কান্দিল বেলুচ।

ফেসবুকে তার সাড়ে সাত লাখ ফলোয়ার রয়েছে। তিনি নিজেকে আধুনিক যুগের নারীবাদী বলে বর্ণনা করতেন।

সম্প্রতি দেশটির একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতার সাথে ছবি পোস্ট করে আলোচনায় আসেন এই মডেল।