প্রকাশ্য হল শাহরিয়াজের ‘আড়াল’

প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৫:৫৩:৪৭


Aralএবারের ঈদে বেশ কয়েকটি ছবি নিয়ে আলোচনা হয়। এগুলোর মধ্যে অন্য কোনো ছবি নিয়ে তেমন কোনো আলাপ আলোচনার সুযোগ ছিল না বলতে গেলে। শাহেদ চৌধুরীর ছবি ‘আড়াল’ও তাই অনেকটা নজরের আড়ালেই চলে গিয়েছিল। বছরখানেক আগে শেষ হলেও এবারের ঈদে মুক্তি পায়নি এই ছবি। অবশেষে আগামী মাসের ৫ তারিখ মুক্তি পাচ্ছে শাহরিয়াজ, আঁচল ও বিপাশা কবির অভিনীত এই ছবি।

নায়ক শাহরিয়াজ বলেন, ‘একেবারেই মৌলিক গল্পের একটি ছবি। অ্যাকশন মুডের একটি ছবি, দর্শক টান টান উত্তেজনা নিয়ে ছবিটি উপভোগ করবেন। আমাদের দেশের ছবিতে একটা অভিযোগ আছে যে আমাদের ছবি শুরু হওয়ার পর বাকি গল্প দর্শক বলে দিতে পারে। কিন্তু এই ছবিটি একেবারেই ব্যতিক্রম কারণ শেষ পর্যন্ত ছবির গল্প আর চরিত্র, সবই আড়াল থেকে বাইরে আসবে। পরের সিক্যুয়েন্সে কী হবে সেটি দর্শক অনুমান করতে পারবে না।’

ছবির পরিচালক শাহেদ চৌধুরী বলেন, ‘আমার ছবির সব চরিত্রই আড়ালের। যাকে দেখে মনে হচ্ছে ছবির নায়ক, কিছুক্ষণ পর দেখা গেল সে আসলে ভিলেন। যাকে সবাই দেখছে অনেক ভালো মানুষ, দেখা যাবে সে আসলে খারাপ মানুষ। এখানেই আমার ছবির গল্প, চরিত্র আড়াল থেকে বাইরে আসবে। যে কারণে আমার ছবির এমন নাম। ছবিটি আগামী ৫ আগস্ট মুক্তি দিচ্ছি। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।’

২০১৪ সালের সেপ্টেম্বরে শাহেদ চৌধুরীর পরিচালনায় শুরু হয়েছিল ‘আড়াল’ ছবির শুটিং। এটি বিপাশা কবিরের নায়িকা হিসেবে প্রথম কাজ। ছবিতে নাচের কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল ও সজীব মাহমুদ (রতন বাবু)।  ২০১৫ সালের আগস্টে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় এই ছবির শুটিং।

সানবিডি/ঢাকা/এসএস