হংকং দিয়ে ৩৭ শতাংশ বেড়েছে চীনের স্বর্ণ আমদানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-০২ ১০:২৮:৪০


হংকং হয়ে চীনের নিট স্বর্ণ আমদানি অক্টোবরের তুলনায় নভেম্বরে ৩৭ শতাংশ বেড়েছে। চীনা নববর্ষ উপলক্ষে দেশটি প্রত্যাশিত চাহিদা মেটাতে স্বর্ণ আমদানি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করায় এ প্রবৃদ্ধি এসেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

বর্তমানে বিশ্বজুড়ে মূল্যবান এ ধাতুরশীর্ষ ভোক্তা চীন। নভেম্বরে দেশটি ৩৬ দশমিক ৮০১ টন স্বর্ণ আমদানি করেছে, যা অক্টোবরের ২৬ দশমিক ৭৯৩ টনের চেয়ে বেশি। অন্যদিকে ২০২২ সালের নভেম্বরের তুলনায় গত বছরের একই মাসে হলদে উজ্জ্বল বর্ণের মূল্যবান এ ধাতুর আমদানি বেড়েছে ১১৮ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে হংকং হয়ে গত বছরের অক্টোবরের তুলনায় আমদানি বেড়েছে ৩৭ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক ০৪৯ টন। আর ২০২২ সালের নভেম্বরের তুলনায় হংকং দিয়ে আমদানি বেড়েছে ১২০ দশমিক ৯ শতাংশ।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেঁধে দেয়া কোটার ভিত্তিতে দেশে স্বর্ণ প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চীনের রিজার্ভে থাকা স্বর্ণের মোট মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭০ কোটি ডলারে। আগের মাস অক্টোবরে মজুদ ছিল ১৪ হাজার ২১৭ কোটি ডলার সমমূল্যের স্বর্ণ।

এনজে