বর্ষাকালের সাজ

আপডেট: ২০১৬-০৭-১৭ ১৭:০০:০৩


এখন শ্রাবণ মাস বর্ষাকাল। হুটহাট বৃষ্টি নেমে যায়। বর্ষা অনেকের পচ্ছন্দের প্রিয় ঋতু। তবে এই সময়টায় বাইরে যেতে বেশ ঝক্কি পোহাতে হয়। প্রতিদিন বৃষ্টি হচ্ছে এর মধ্যেও প্রায়ই আমাদের বি134736_187ভিন্ন উৎসবে-আয়োজনে যেতে হয়। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা পরিপাটি হয়ে যেতে চাই। ব্যস্ততা এবং সময়ের অভাবে অনেক সময় পার্লারে গিয়ে তৈরি হওয়া হয়ে ওঠে না। এই বৃষ্টির সময় ঘরে ঝটপট সাজের কিছু পদ্ধতি জেনে নিলে প্রয়োজনে কাজে দেবে। এ বিষয়ে রইলো কিছু পরামর্শ :

প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজার মেখে ১০ মিনিট অপেক্ষা করুন।

এবার ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন। বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে বুলিয়ে নিন। এবার কমপ্যাক্ট পাউডার দিয়ে মুখে বেইস করে নিন।

বাদামি বা পিচ রঙের ব্লাশও ব্যবহার করতে পারেন। হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ, সাদা ও সোনালি রঙের মিশ্রণে আইশ্যাডো দিয়ে চোখটাকে সাজাতে পারেন। এসময় হালকা মেকআপই ভালো। কপালে ছোট গোল টিপ পরতে পারেন।

মাশকারা ও আইলাইনার ব্যবহার করলে, অবশ্যই ওয়াটার প্র“ফ হতে হবে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সাজ শেষ করুন।

অনেকেই চুল খোলা রাখতে পছন্দ করেন। তবে বর্ষায় খোলা রাখার চেয়ে হালকা অথবা আঁটসাঁট করে খোঁপা করে নিতে পারেন। রোদ দেখে বাইরে বের হওয়ার পর এক পশলা বৃষ্টি নষ্ট করে দিতে পারে আপনার সাজগোজ। তাই পোশাকটাও ভেবেচিন্তে নির্বাচন করাটাই ভালো। বর্ষায় পাতলা শাড়ি এড়িয়ে চলুন।

বাড়ি ফিরে ভালোভাবে মেকআপ তুলতে হবে। এজন্য দরকার মেকআপ ক্লিনজার। তুলার সাহায্যে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ তুলুন। এরপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। পরিষ্কার ত্বকে ক্রিম অথবা নাইট ক্রিম ব্যবহার করুন।

বর্ষায় সুন্দর থাকতে নিয়মিত কিছু যত্ন নেয়াও খুব জরুরি। জেনে নিন তাও :

চন্দন বাটা ১ টেবিল চামচ, টমেটোর রস ১ চা চামচ, শসার রস ১ চা চামচ- এসব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অথবা মুলতানি মাটি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ঘরেই করতে পারেন হাত-পায়ের যত্নও। বাসায় ফিরে গরম পানিতে শ্যাম্পু দিয়ে হাত-পা ভিজিয়ে রেখে পরিষ্কার করতে পারেন। তারপর ভালো কোনো ব্রান্ডের ময়েশ্চারাইজার মেখে নিন।

বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।